ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

‘চাঁদাবাজদের’ হামলায় নোবিপ্রবির সমন্বয়কসহ আহত ৩

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:০৭, ৫ জানুয়ারি ২০২৫
‘চাঁদাবাজদের’ হামলায় নোবিপ্রবির সমন্বয়কসহ আহত ৩

নোয়াখালীতে স্থানীয় চাঁদাবাজদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন।

আহতরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমন্বয়ক ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত (২২), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি মামুনুর রশীদ তুষার (২৫) ও গালিব মাহমুদ (২৫)।

শনিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর মাইজদীর হাসপাতাল রোডে এ হামলার ঘটনা ঘটে। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে নোয়াখালী হর্কাস মার্কেটের খাস জমি ভোগদখল করে আসছিল স্থানীয় চাঁদাবাজদের একটি গ্রুপ। গত ৫ আগষ্ট সরকার পতনের পর স্থানীয় আরেকটি গ্রুপ সে জমি ভোগদখল করা শুরু করে।

এ বিষয় জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত চাঁদাবাজির প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ জানুয়ারি রাত ১টায় চাঁদাবাজদের ওই চক্রটি তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়।

নোয়াখালী সুধারাম থানার ওসি (তদন্ত) জানান, “তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে, খুব দ্রুতই দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়