‘নতুন বাংলাদেশ অর্জনে শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত’
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান
নতুন বাংলাদেশ অর্জনে শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল: অবদান, স্মৃতিচারণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নতুন বাংলাদেশ অর্জনে আমাদের শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষার্থীসহ অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই। ছাত্র—জনতার আত্মত্যাগের ঋণ আমাদের সবসময় মনে রাখতে হবে। তাদের অবদান ও স্মারক বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের জন্য বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “ইতোমধ্যে এ বিষয়ে একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতা এবং সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
বিজয় একাত্তর হল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টরি প্রদর্শনী, গ্রাফিতি প্রদর্শনী, মেডিকেল সেবা ক্যাম্প এবং অভ্যুত্থানে হলের আহত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রাফিতি প্রদর্শনী ও মেডিকেল সেবা ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ইম্পেরিয়াল হেলথ্কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হলের শিক্ষার্থী মুবাশ্বিরুজ্জামান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী আব্দুল কাদের ও জসীম উদ্দিন আন্দোলনের স্মৃতিচারণ করেন।
ঢাকা/সৌরভ/মেহেদী