ঢাবির আরবি বিভাগে আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের উদ্যোগে ‘কারেন্ট ট্রেন্ড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি স্টাডিজ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুরে আলমের সঞ্চালনায় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফিক আহমদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরবী ভাষা ও সাহিত্যকে উপজীব্য করে প্রথমবারের মতো এ সম্মেলন আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
ঢাকা/সৌরভ/মেহেদী