ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ঢাবিতে সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৫ জানুয়ারি ২০২৫  
ঢাবিতে সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড এর উদ্যোগে ‘সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ এর আয়োজন করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় নির্ধারিত মাঠ বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে টুর্নামেন্টেটির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমল মেডি এইডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর বারী হামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ট্রফি উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

এ সময় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “৫ আগস্ট পরবর্তীতে শিক্ষার্থীরা যখন ট্রমাটাইজড, তখন এ রকম একটি আয়োজন আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই সহায়ক হবে।”

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের সম্প্রীতি শুরু হবে খেলার মাঠ থেকে। আর তার চূড়ান্ত রূপ লাভ করবে রাজনৈতিক ময়দানে। আমাদের সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই কার্যক্রমে সর্বদা সহযোগিতা অব্যাহত থাকবে।”

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমাদের মধ্যে আন্তরিকতা পূর্ণ পরিবেশ যেন বজায় থাকে সে বিষয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যেন আর সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।”

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখন সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি, সেটা হচ্ছে সম্পর্কের অবনতি। ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি এর মধ্যে অন্যতম। এ সমস্যার কারণে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমসহ সবকিছুতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই ধরণের সম্প্রীতিমূলক ক্রীড়া অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়