ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ২০ শিক্ষার্থী

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ৫ জানুয়ারি ২০২৫  
ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ২০ শিক্ষার্থী

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. গোলাম এম মাতবর ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিসেস রাশেদা ইরশাদ নাসির, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. গোলাম আজম, ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম এবং ট্রাস্ট ফান্ডের দাতা যুক্তরাষ্টের মনমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম এম মাতবর উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “বৃত্তি প্রদানের মাধ্যমে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে।” এ সময় তিনি অনুদানের জন্য ট্রাস্ট ফান্ডের দাতাকে ধন্যবাদ জানান।

বৃত্তিপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

তারা হলেন, আফসানা শিশির আশা, ওবায়েত হোসেন, খান মোহাম্মদ সামসুদ্দোজা, মো. সাজিদুল ইসলাম রিয়াদ, মোছা. সুমাইয়া সারোয়ার, মো. জাকারিয়া আহমেদ জুনায়েদ, মো. মাহবুব আলম খান রাব্বি, নব কুমার রায়, সাদিয়া ফারহান, রাবেয়া খানম জেরিন, মোছা. সোনিয়া আফরিন, পল্লব মিয়া, সাদিয়া আফরিন এনি, সানজিদা আকতার, মো. রবিন খান, মো. তারেক রহমান, জয়া সেন, জাহিদ হাসান, মোছা. সাবিনা ইয়াসমিন এবং মহসিন মিয়া।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়