আবু সাঈদ হত্যায় জড়িত বেরোবির ৭৩ শিক্ষক-শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিন্ডিকেট সভা শেষে বেরোবি উপাচার্য ড. শওকাত আলী
পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় জড়িত ৭৩ জন শিক্ষক-শিক্ষার্থীকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হত্যার ছয় মাস পর রোববার (৫ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় ৭৩ জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রশাসন।
গত বছরের ১৬ জুলাই বৈষম বিরোধী আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এরপর থেকেই দাবি উঠে এ হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিতের।
জড়িত ৭৩ জনের মধ্যে আসাদ মন্ডল ও মশিউর রহমান নামে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত, ২৩ শিক্ষার্থীকে এক সেমিস্টার বহিষ্কার, ৩৩ শিক্ষার্থীকে দুই সেমিস্টার বহিষ্কার এবং ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী সাংবাদিকদের জানান, গত ১৬ জুলাই আবু সাঈদ হত্যায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান ও আসাদ মন্ডলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ৭১ শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তির আওতায় আনা হয়েছে।
তিনি জানান, জড়িত ৭১ শিক্ষার্থীর মধ্যে যারা আত্মসমর্থন করেছে, তাদের এক সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। আর যারা কোনরকম যোগাযোগ করেনি, তাদের দুই সেমিস্টার বহিষ্কার করা হয়েছে। এছাড়া যাদের পড়াশোনা শেষ, তাদের ব্যাপারে আমরা আইনজীবী ও পিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। আবু সাঈদ হত্যা মামলা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যাবে, এ ১৫ শিক্ষার্থী ওই মামলায় যুক্ত হবে।”
ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশনসহ সব ধরনের নির্বাচন বন্ধ ঘোষণা করে উপাচার্য জানান, ১০৯তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের অভ্যন্তরিন নির্বাচন হবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে। খুব শিগগিরই কমিটি কাজ শুরু করবে।
এর আগে, রবিবার (৫ জানুয়ারি) মধ্যে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিতসহ ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা/আমিরুল/মেহেদী