ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

১৬ বছর পর রাবিতে শিবিরের প্রকাশনা উৎসব

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:০২, ৫ জানুয়ারি ২০২৫
১৬ বছর পর রাবিতে শিবিরের প্রকাশনা উৎসব

কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর ওরফে সোহেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের উদ্যোগে সাত দিন‌ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। ১৬ বছর পর রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে ইংরেজি নববর্ষ উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানান বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বই। স্টলে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র কুরআন।

স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, “নববর্ষ প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্য সমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি, ও বিভিন্ন ইসলামীর বই রয়েছে। আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখা প্রতি বছরই এ রকম উৎসবের আয়োজন করবে।”

শিবিরের রাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “গত ১৫-১৬ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা এসব শিক্ষামূলক সুন্দর প্রোগ্রামগুলো করতে পারিনি। আমরা যদিও কিছু কিছু প্রোগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের আমলে, তবে সেগুলো ছোট পরিসরে। এখন আলহামদুলিল্লাহ, আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়েই বুদ্ধিজীবী চত্বরে আমাদের সুন্দর প্রকাশনাগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি।”

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ  ক্যাম্পাসের স্টেক হোল্ডাররা অনেকসময় আফসোস করে আমাদের প্রকাশনাগুলো না পেয়ে। বিশেষ করে তিন পাতার ক্যালেন্ডারটি আমাদের জুলাই বিপ্লব উপলক্ষে তৈরি করা হয়েছে। এগুলো থেকে শিক্ষণীয় বিষয় যেমন থাকবে, তার পাশাপাশি মানুষের আগ্রহের বিষয়ও থাকবে।”

 

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়