ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

উপাচার্য ও প্রক্টরের ওপর হামলা নিয়ে যা বলছে ঢাবি প্রশাসন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৪৭, ৫ জানুয়ারি ২০২৫
উপাচার্য ও প্রক্টরের ওপর হামলা নিয়ে যা বলছে ঢাবি প্রশাসন

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিন্ডিকেট সভা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায় ছাত্রদলের একদল নেতা-কর্মী।

সিন্ডিকেট সভায় আওয়ামীপন্থি তিন সদস্যের নিমন্ত্রণ ও বর্তমান অনির্বাচিত সিন্ডিকেটের অধীনে ডাকসু নির্বাচনের বিষয়ে কোন সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে সিনেট ভবনের সামনে সিনেট ভবনের সামনে ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান নিলে এ বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে ঢাবি উপাচার্য ও প্রক্টরসহ কমপক্ষে ১০০ জন আহত হন বলে প্রচার করতে থাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে ঢাবি প্রশাসনের অবস্থান পরিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য ও প্রক্টরসহ শতাধিক আহত’ শীর্ষক প্রতিবেদনের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবেদনে হামলার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও গুজব।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে এ ধরনের কোন হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এর মাধ্যমে অসত্য প্রতিবেদন ও গুজবকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়