চীনা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেলেন হাবিপ্রবি উপাচার্য
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা মর্যাদাপূর্ণ চীনা প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ পুরস্কার লাভ করেছেন।
রসায়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অধীনে ২০২৫ সালের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
রবিবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এ সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে এ ধরনের সম্মানজনক পুরস্কার হাবিপ্রবির গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এ সম্মাননা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গবেষণার মান ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করা হয়।
অধ্যাপক এনামউল্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে (১৯৮২—১৯৮৯) বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অষ্ট্রিয়ার ভিয়েনা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭—১৯৯৯ সালে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণার জন্য তিনি বিশ্ববিখ্যাত আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন ফেলোশিপ লাভ করেন।
২০০২—২০০৩ সালে জাপানের টোকিও ডেনকি বিশ্ববিদ্যালয়ের ইনভায়ারমেন্টাল ম্যাটেরিয়ালস কেমিস্ট্রির বিভাগ ও আওয়ামা গেকুইন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভিজিটিং অ্যাসোসিয়েট অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। তিনি ২০১৫-২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটি'র রসায়ন বিভাগে খণ্ডকালীন শিক্ষকতা করেন। রসায়নে উচ্চতর গবেষণার জন্য তাকে ২০১১ সালে ইউজিসি পুরস্কার প্রদান করা হয়।
তিনি জার্মানির আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের অধীনে মর্যাদাপূর্ণ ‘রিসার্চ গ্রুপ লিঙ্কেজ প্রোগ্রাম’ (২০২০—২০২২) পুরস্কার পান। বর্তমানে তিনি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণাকর্ম সম্পাদন করছেন। ইতোমধ্যে তার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ৮৫টি প্রবন্ধ বিশ্ব বিখ্যাত পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে।
চাইনিজ একাডেমি অব সায়েন্সেস— চীন সরকারের সর্বোচ্চ বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্বের অন্যতম প্রধান গবেষণা সংস্থা। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল ফেলোশিপ ইনিশিয়েটিভ বিশ্বব্যাপী গবেষক ও বিজ্ঞানীদের জন্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর একটি উচ্চ মর্যাদার পুরস্কার।
ঢাকা/সংগ্রাম/মেহেদী