ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল, সম্পাদক ইউসুব
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সভাপতি মাহমুদুল হাসান (বামে) ও সাধারণ সম্পাদক ইউসুব আলী
২০২৫ সালের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান নির্বাচিত ও সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ইউসুব আলী মনোনীত হয়েছেন।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার নেতাকর্মীদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সংগঠনের সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ইউসুব আলীর নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, “একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আগামীতেও সেই লক্ষ্যে কাজ করে যাবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
ঢাকা/তানিম/মেহেদী