ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

হাবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন ড. জাহাঙ্গীর

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৬ জানুয়ারি ২০২৫  
হাবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন ড. জাহাঙ্গীর

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির। 

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবিরকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।

শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পদের মেয়াদ তার যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি বিধি অনুযায়ি মাসিক সম্মানি ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাপ্রাপ্ত হবেন। তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন এবং  তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (৩) (৪) (৫) (৬) ও (৭) ধারায় বর্ণিত দায়িত্ব পালন করবেন।

তবে আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

ঢাকা/সংগ্রাম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়