ঢাবির কলা অনুষদে পিঠা উৎসব
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ উৎসব আয়োজন করায় অনুষদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এ ধরনের উৎসব সকলকে ঐক্যবদ্ধ রাখে এবং সকলের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করে। পাশাপাশি আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ঢাকা/সৌরভ/মেহেদী