ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আমি ডামি ভোট’
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘৭ জানুয়ারি খুনি হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা' শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ কর্মসূচির আয়োজন করে ঢাবি শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’।
এ ডামি নির্বাচনের স্লোগান ছিল ‘৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ এবং ‘যত ভোট, তত নোট’।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরাই প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার সেজে নির্বাচনের আয়োজন করেছেন এবং শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। কেউ আবার আওয়ামী লীগ নেতা সেজেছেন, যারা নির্বাচনের জন্য জনগণকে আহ্বান করছেন।
নির্বাচনে প্রকাশ্যে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিতে দেখা যায়। যে ব্যক্তি এক মিনিটে নৌকা মার্কায় সবচেয়ে বেশি ভোট দিতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তিকেই ভোট দেওয়ার জন্য ডামি টাকা দিতে দেখা যায়, ডামি আওয়ামী লীগ নেতাদের।
নির্বাচনে শিশু, কাফনে মোড়ানো মৃত ব্যক্তি, এক ব্যক্তির একাধিকবার ভোট প্রদান ইত্যাদি ছিল এই নির্বাচনের উল্লেখযোগ্য দৃশ্য।
এ সময় নির্বাচন কেন্দ্রের পাশে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ভোট কার্যালয়ে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে, ১০টা হোন্ডা-১০টা গোণ্ডা-নির্বাচন ঠান্ডা, ষোল কোটি মানুষের একটাই ডিসিশন-জিতবে নৌকা নাই কোন পজিশন, আপনার বাবারও ভোট হয়ে গেছে-কিন্তু বাবা তো মৃত ইত্যাদি লেখা ছিল।
সমন্বয়ক মাহিন সরকার বলেন, “আজকের এই ডামি নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে লাল কার্ড দেখানো হয়েছে। যাতে ভবিষ্যতে এ রকম ঘটনা আর ঘটতে না পারে।”
আবিদ হাসান রাফি বলেন, “হাসিনা তার শাসনামলে কীভাবে ডামি নির্বাচন করেছে, তার ভিজ্যুয়াল কোনো প্রেজেন্টেশন ছিল না। আমরা আজকের এ ডামি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে ডামি নির্বাচনের ভিজ্যুয়াল প্রদর্শনী মানুষকে দেখানোর চেষ্টা করেছি।”
ঢাকা/সৌরভ/মেহেদী