ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৭ জানুয়ারি ২০২৫  
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচিতে রাবির কর্মকর্তা-কর্মচারিরা

পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে এ কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবি পোষ্য কোটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার। তাদের অধিকার ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের ডাক দিবেন। এ কোটা পুনর্বহাল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টুয়াড শাখার সহকারী রেজিস্ট্রার বলেন, “রাবিসহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে। শুরু থেকে এ সুবিধাগুলো তারা পেয়ে আসছে। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো। এ সুবিধা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, “আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনে কি আমরা অংশগ্রহণ করিনি? তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? এ কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরদের প্রাতিষ্ঠানিক সুবিধা। বহু বছর ধরে ধারাবাহিকভাবে এ সুবিধা আমরা পাচ্ছি।”

তিনি বলেন, “আমাদের ন্যায্য সুবিধা হরণ করতে গত ২ জানুয়ারি সকালে প্রশাসনিক ভবনে তালা দেয় ছাত্র নামে কিছু গুণ্ডা ও বহিরাগতরা। আমাদেরকে জিম্মি করে রাখে সারাদিন। বের হওয়ার অনুরোধ করলে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাদের উপর ঠান্ডা পানি নিক্ষেপ করে। অসুস্থ ও বৃদ্ধ কাউকে ছাড় দেয়নি তারা। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের ন্যায্য দাবি প্রাতিষ্ঠানিক সুবিধা যেন ফিরিয়ে দেওয়া হয়। তা-না হলে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থান নেব।”

অফিসার্স সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রায় দুই শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়