ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

ঢাবির সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৭ জানুয়ারি ২০২৫  
ঢাবির সম্প্রীতি ত্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কমল মেডি এইডের উদ্যোগে সম্প্রীতি আন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

টুর্নামেন্টের ফাইনালে জগন্নাথের হলের মুখোমুখি হয় বিজয় একাত্তর হল। টানটান উত্তেজনাপূর্ন এ ম্যাচে জগন্নাথ হলকে শেষ ওভারে পরাজিত করে বিজয় একাত্তর হল। টুর্নামেন্টে ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হন হৃদয়। তিন ম্যাচে তার সংগ্রহে ছিল ১৩০ রান ও ৫ উইকেট।

খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন বিজয় একাত্তর দলকে নগদ ২০ হাজার টাকা, রানারআপ দল জগন্নাথ হলকে ১৫ হাজার টাকা, ম্যান অব দি টুর্নামেন্টকে ৫ হাজার টাকার প্রাইজমানি এবং ট্রফি-মেডেল তুলে দেওয়া হয়।

ঢাবির কমল মেডি এইড প্রতিষ্ঠাতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,  ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।

এছাড়াও ফাইনাল খেলা চলাকালে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ ড. স ম আলী রেজা এবং জগন্নাথ হলের হাউস টিউটরবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রক্টর সাইফুদ্দীন আহমেদ তার বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যকার সম্প্রীতি বর্ধিত করার লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন এবং সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধূলার ভূমিকা তুলে ধরেন।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়