ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

কুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৭ জানুয়ারি ২০২৫  
কুয়েটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি

শুভেচ্ছা বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এমসিকিউ এবং দুপুর পৌঁনে ১টা থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সভাপতি ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।

এর আগে, শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

সভায় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, “প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর পৌঁনে ১টা থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদগুলোর ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচটি আসন সংরক্ষিত।”

তিনি বলেন, “ভর্তি পরীক্ষায় মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ৩ ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ বছর প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েটে ছাড়াও খুলনার ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।”

কেন্দ্রগুলো হলো- খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজ, সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি এম এম সিটি কলেজ ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ।

শুভেচ্ছা বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, “কুয়েটকে যেকোন মূল্যে সেশনজট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। পূর্বের বিভিন্ন অনিয়ম ও অন্যান্য কারণে ১৯ জন শিক্ষককে চাকরি থেকে খারিজ করা হয়েছে। এছাড়া সাতজন শিক্ষক, নয়জন কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে সাময়িক বহিস্কার ও ১৫ জনকে কৈফিয়ত তলব করা হয়েছে। অপরদিকে, ৫৮ জন নতুন শিক্ষক ও কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়