ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ছাদের পলেস্তারা খসে ঢাবি শিক্ষার্থী আহত

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৭ জানুয়ারি ২০২৫  
ছাদের পলেস্তারা খসে ঢাবি শিক্ষার্থী আহত

আহত ছাত্র মাসুদ রানা ও মশারির উপর খসে পড়া পলেস্তারা (ডানে)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ছাদের পলেস্তারা খসে পড়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাসুদ রানা নামের এক ছাত্র আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টার হলের মূল ভবনের ২০৪ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত মাসুদ রানার মাথার ওপর। পরে হলের অন্য শিক্ষার্থীরা তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।

এ ঘটনার পর আহত মাসুদকে হলের অন্যান্য শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান ও সিটি স্ক্যান করানো হয়।

আহতের রুমমেট এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী ফরহাদ জুবায়ের বলেন, “মাসুদ ভাই মশারি টানিয়ে ঘুমচ্ছিলেন। রাত দেড়টার দিকে ছাদের পলেস্তারা খসে পড়ে তার মাথা ফেটে যায়। মাথার দুই জায়গায় কেটে গেছে। পরে তাকে ঢামেকে নিয়ে সিটি স্ক্যান করানো হয়। রিপোর্ট দেখে ডাক্তার জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।”

তিনি আরও বলেন, “ছাদের পলেস্তারা ভেঙে পড়ার বিষয়ে এর আগেও অনেকবার হল প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু হল প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।”

এ বিষয়ে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “মশারি না থাকলে হয়তো অবস্থা আরও গুরুতর হতে পারতো। আমি নতুন প্রাধ্যক্ষ হয়েছি। আমি আমার জায়গা থেকে হলের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করছি। শিক্ষার্থীরাও আমাকে সহযোগিতা করছেন।”

পলেস্তারা খসে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে ঢাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ছাত্রশিবির প্রদত্ত সংস্কার প্রস্তাবনায় ঝুঁকিপূর্ণ আবাসিক স্থাপনা সমূহের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর আগেও হলের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এসব বিষয়ে দাবি দাওয়া উপস্থাপন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থায় আশানুরূপ উন্নতি পরিলক্ষিত হয়নি।”

অনতিবিলম্বে মুহসীন হলসহ সব হলের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার সাধন, নতুন ভবন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলের পরিধি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার লক্ষ্যে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়