ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

ঢাবি শিক্ষকদের নিয়ে গবেষণা কর্মশালা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৬, ৭ জানুয়ারি ২০২৫
ঢাবি শিক্ষকদের নিয়ে গবেষণা কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষকদের নিয়ে গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘ওয়ার্কশপ অন রাইটিং একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) সাব-প্রজেক্ট প্রোপোজাল’শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ টিএম আসাদুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ প্রমুখ।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহ এমরান কর্মশালার বিষয়বস্তু তুলে ধরেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে শীর্ষ পর্যায়ে উন্নীত করতে গবেষণার কোন বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ছাত্র-শিক্ষক সম্পর্কের উন্নয়ন ঘটানো জরুরি। বিশ্বব্যাংকের অর্থায়নে হিট প্রজেক্টের আওতায় গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষকদের আহ্বান জানাচ্ছি। গবেষণা সংক্রান্ত সব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক সহযোগিতা করবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়