ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ছাত্রলীগের বিচার দাবিতে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৮ জানুয়ারি ২০২৫  
ছাত্রলীগের বিচার দাবিতে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের উপরে ছাত্রলীগ নেতাকর্মীদের নৃশংস হামলার ঘটনার দায়েরকৃত সব মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ববি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ভিসিগেট হয়ে সেন্ট্রাল ফিল্ড পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, “বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।”

ববি শাখা ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসাইন শান্ত বলেন, “পতিত আওয়ামী-ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক নেতাকর্মী। সবশেষে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মী। এছাড়াও পঙ্গু ও আহত হয়েছেন অসংখ্যজন।”

তিনি বলেন, “এখনও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন গুপ্ত পরিচয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাদের কঠিন হুশিয়ারি দিচ্ছে।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. মিরাজ, মো. সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন প্রমুখ।

ঢাকা/সাইফুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়