পোষ্য কোটা বাতিলসহ ৯ দাবিতে চবি শিক্ষার্থীদের আমরণ অনশন
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পৌষ্যকোটা বাতিল, জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারসহ নয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। দুপুরের দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
এ সময় অনশনরত বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শুভ হোসেন বলেন, “পোষ্যকোটা সম্পূর্ণ একটি অযৌক্তিক কোটা। এ কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। জুলাই আন্দোলনে আহতরা এখনো কাতরাচ্ছে। কিন্তু হত্যাকারীদের কোন উল্লেখযোগ্য বিচার হয়নি। ৯ দফা দাবিতে আমরা অনশন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাব।”
অনশনরত ২০১৯-২০ শিক্ষাবর্ষে আইন বিভাগের আরেক শিক্ষার্থী সাইরিব রহমান সুপ্ত বলেন, “জুলাইয়ের অভ্যুত্থান আহত-নিহতদের বিচার চাই। পোষ্য কোটাসহ নয় দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছি। যতদিন এসব দাবি বাস্তবায়ন না হবে ততদিন এ অনশন চলবে।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, “আমি শিক্ষার্থীদের এসব দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। শিক্ষার্থীরা যে এভাবে অনশন করছে, সেটা আমাদের ব্যর্থতা। সবাই মিলে বসলে একটা সিদ্ধান্ত হবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় আসার আহ্বান জানান এবং জুলাইয়ে অপরাধীদের বিচারের জন্য এক সপ্তাহ সময় নেন।
তবে অনশনরত শিক্ষার্থীরা জানান, পোষ্য কোটা বাতিল হলে বাকি দাবিগুলোর জন্য আমরা আলোচনায় বসতে পারি; এর আগে নয়। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
ঢাকা/মিজান/মেহেদী