ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

নতুন ভবন নির্মাণের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৮ জানুয়ারি ২০২৫  
নতুন ভবন নির্মাণের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে তারা এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা। এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ বলেন, “ভারতীয় আগ্রাসনবিরোধী একমাত্র স্মৃতি স্থাপনা হলো সলিমুল্লাহ মুসলিম হল। বিশ্ববিদ্যালয় থেকে নবাব স্যার সলিমুল্লাহর নাম মুছে দেওয়ার জন্য একমাত্র ষড়যন্ত্র হলো এ হল বন্ধ করা। এ হল মুছে দিলে নবাব স্যার সলিমুল্লাহর কৃতিত্ব মুছে ফেলা যাবে। এজন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল। আমরা তখন এর প্রতিবাদ করেছিলাম।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীনতম এ হল রক্ষা করতে হলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই নতুন শিক্ষার্থীদের আবাসিকতা বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এ হলের নতুন বিল্ডিং নির্মাণ কাজ শুরু করতে হবে এবং পুরোনো ভবনের সংস্কার করতে হবে।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের অনুপস্থিতিতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশার নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা সলিমুল্লাহ মুসলিম হল রক্ষায় তিন দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো- এক সপ্তাহের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ছাত্রদের সিট বরাদ্দ চালু করার অফিসিয়াল ঘোষণা দিতে হবে; পর্যাপ্ত আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে; বর্তমান ভবনকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করতে হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল সলিমুল্লাহ মুসলিম হল। ঐতিহ্যবাহী এ হলটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বসবাস ও শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ ৪ বছর ধরে ষড়যন্ত্রমূলকভাবে সলিমুল্লাহ মুসলিম হলে নতুন শিক্ষার্থী বরাদ্দ বন্ধ রেখেছে। সলিমুল্লাহ মুসলিম হল বন্ধ হওয়া বাংলাদেশের ইতিহাসের একটা অংশকে অস্বীকার করা বলে আমরা মনে করি।

বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নবাব স্যার সলিমুল্লাহর ইতিহাসের স্বাক্ষী এ হল। বাংলার মুসলমানদের শিক্ষা ও স্বাধীনতার প্রতীক হিসেবে সলিমুল্লাহ মুসলিম হল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তাই এ হলকে রক্ষা করা আমাদের কর্তব্য।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, সেখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রশাসনের কোন ধরনের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এ হল বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায় এর চাঞ্চল্য হারালে ইতিহাস বিলুপ্তির আশংকা রয়েছে, যা পরবর্তী প্রজন্মের জন্য হুমকিস্বরূপ।

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারী স্বৈরাচারী হাসিনার পতনের পর আমাদের রক্তের উপর গড়ে ওঠা বর্তমান প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ঐতিহ্যবাহী হলকে রক্ষায় কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। পদক্ষেপ না নেওয়াকে আমরা মনে করি, সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে ষড়যন্ত্র এখনো বিদ্যমান।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়