ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

দেশেই ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং এ উচ্চশিক্ষার সুযোগ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৮ জানুয়ারি ২০২৫  
দেশেই ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং এ উচ্চশিক্ষার সুযোগ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করেছে।

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রোগ্রামটি দেড় বছর মেয়াদী এমএস প্রোগ্রাম হিসেবে শিক্ষার্থীদের মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালিটিক্স, নিউরাল নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার প্রোগ্রামিং এবং এআই ইথিক্সের মতো আধুনিক ও অত্যন্ত প্রয়োজনীয় বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করবে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উন্নত ল্যাব সুবিধা এবং হাতে-কলমে শেখার অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ২৫:১ ছাত্র-শিক্ষক অনুপাতসহ ব্যক্তিগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা আরও বাড়াতে সক্ষম হবে।

প্রোগ্রামের সফল সমাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা গুগল, মাইক্রোসফট, আমাজন এবং টেসলার মতো শীর্ষস্থানীয় কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন। কারণ এক গবেষণায় দেখা গেছে, আগামী পাঁচ বছরে এ খাতে বিশ্বব্যাপী কর্মসংস্থানের প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি ঘটবে।

এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গড়ার একটি অনন্য সুযোগ সৃষ্টি করবে। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন।

ডেটা সায়েন্সের শিক্ষার্থীরা ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং স্পেশালিস্ট, এনএলপি ইঞ্জিনিয়ার, বিগ ডেটা অ্যানালিস্ট, এআই কনসালট্যান্টসহ বিভিন্ন পেশায় কাজ করার সুযোগ পাবেন।

ভর্তির বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে অথবা ১৬৬৬৫, ০১৭৬৬৬৬৩৫৬৩, ০৯৬০৬৭৮২৩৩৮-২১২ নাম্বারে কল দিতে বলা হয়েছে।

ঢাকা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়