ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

‘পুনর্গঠিত সাদা দল জুলাইয়ের চেতনা ধারণ করে এগিয়ে যাবে’

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ৯ জানুয়ারি ২০২৫  
‘পুনর্গঠিত সাদা দল জুলাইয়ের চেতনা ধারণ করে এগিয়ে যাবে’

পুনর্গঠিত সাদাদল মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপটে সংগঠিত জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের বিদ্রোহী অংশ। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাদা দলের বিদ্রোহী অংশটি নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের পথ প্রদর্শক হিসেবে পুনর্গঠিত হয়েছে সাদাদল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের চিন্তাধারার অনুগামী এ সাদা দল বিদ্যমান দলের অভ্যন্তরে সাংগঠনিক দুর্বলতা ও নানাবিধ অসংগতির পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত হচ্ছে। পুনর্গঠিত সাদাদল মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপটে সংগঠিত জুলাই আন্দোলনের আদর্শ ও চেতনা ধারণ করে এগিয়ে যেতে সংকল্পবদ্ধ।

বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করা, রাষ্ট্র পরিচালনায় বৃদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত-সমৃদ্ধ করা, ছাত্র-শিক্ষক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও একাডেমিক প্রশাসনে গঠনমূলক মতামত ও সহায়তা প্রদান করা পুনর্গঠিত সাদাদলের লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অযোগ্য নেতৃত্ব, সুবিধাবাদী এবং বিশেষ সিন্ডিকেটের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজের কাছে সাদাদল গ্রহণযোগ্যতা হারিয়েছে অনেক আগেই। দলের নেতৃত্ব দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বারবার দলের গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনাও ঘটেছে।

ফলে সাদা দলের পুনর্গঠন অপরিহার্য হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতির কারণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, গণতন্ত্র, ন্যায়নীতি ও শিক্ষক সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার শিক্ষকবৃন্দ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সুতরাং পুনর্গঠিত এই সাদা দল হবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও শিক্ষার উৎকর্ষে নিবেদিত।

পুনর্গঠিত সাদা দল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, কেবল জাতীয়তাবাদী চিন্তার ধারক-বাহক শিক্ষকরা এতে যুক্ত থাকবেন। দুর্নীতি, অযোগ্যতা ও আপসকামিতার বিরুদ্ধে এটি একটি কার্যকর প্রতিবাদ।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়