চবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে ল্যাব হিসেবে স্বীকৃতি
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ল্যাব হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহামম্মদ জামিনুর রাহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চবিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থাকায় চবি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজকে এর ল্যাব হিসেবে স্বীকৃতি প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে চবি ল্যাবরেটরি স্কুল ও কলেজের আর্থিক ও অন্যান্য বিষয়াদি কমিশনের ১৬৫তম পূর্ণ কমিশন সভায় অনুমোদিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের অঙ্গভুক্ত স্কুল বা স্কুল ও কলেজ পরিচালনা নীতিমালা-২০২৩’ অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, “ল্যাবরেটরি স্কুলটি এতদিন বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং থেকে পরিচালিত হতো। ফলে বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হয়েছিল। বিগত প্রশাসনের সময় বহুবার এটিকে ইউজিসির অন্তর্ভুক্ত করতে চাইলেও সম্ভব হয়নি।”
তিনি বলেন, “এখন এর ফান্ডিং ও মনিটরিং ইউজিসি করবে। এতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটি দুঃখ দূর হলো এবং স্কুলটি তার পূর্বের ঐতিহ্য ধরে আরও দূর এগিয়ে যাবে।
ঢাকা/মিজান/মেহেদী