জাবির বিজ্ঞপ্তিতে মুজিব শতবর্ষের লোগো
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করার অভিযোগ উঠেছে। জাবি প্রশাসন আজো এ ‘লোগো চক্র’ থেকে বের হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জনসংযোগ কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেজে বিশ্ববিদ্যালয় দিবস পালন সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ লোগো দেখা যায়। বিজ্ঞপ্তি প্রকাশের পরই ওই পোস্টের কমেন্ট বক্সে কঠোর সমালোচনা শুরু করেন জাবি শিক্ষার্থীরা।
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করে। কোভিড-১৯ মহামারির কারণে গৃহীত কর্মসূচি নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় মুজিব বর্ষের সময় ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। পরে এ মেয়াদ আরো ৩ মাস বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়।
এ মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয়ভাবে লোগো প্রকাশ এবং এ লোগো ব্যবহারের নির্দেশিকাও প্রকাশ করে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। সেখানে এ নির্ধারিত সময় পর্যন্ত লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল।
লোগো ব্যবহারের বাধ্যবাধকতার সময় শেষ এবং আওয়ামী লীগ সরকার পতনের পরও লোগোর ব্যবহার বন্ধ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) জনসংযোগ কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেজে ’১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ লোগো ব্যবহার করতে দেখা যায়।
পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত অপর একটি ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জনসংযোগ কার্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জানুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত’ হবে শিরোনামে জনসংযোগ অফিসের ‘রিপোর্টার্স অফ জেইউ’ নামে হোয়াটস্ অ্যাপ গ্রুপে (বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে গঠিত) আজ (শুক্রবার) বিকেলে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তির প্যাডে ভুলবশত মুজিববর্ষের লোগো ছিল। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
কম্পিউটারে পুরনো ডিজিটাল প্যাডে আজকের প্রেস বিজ্ঞপ্তিটি কম্পোজ করা হয়। এ কারণে অসাবধানবশত মুজিব বর্ষের লোগোটি রয়ে যায়। ভবিষ্যতে আরও সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং সবার কাছে পুনর্বার ক্ষমা প্রার্থনা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. আহমেদ সুমন বলেন, “আসলে এটি একটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে। মুজিব শতবর্ষের লোগো এ সময়ে এসে কোনভাবেই ব্যবহার করার কথা নয়। পুরোনো একটি প্যাডে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি লিখতে গিয়ে অসর্কতাবশত মুজিব শতবর্ষের লোগোটি রয়ে গেছে। পরবর্তীতে চোখে পড়ামাত্রই আমরা সেটি সরিয়ে ফেলেছি।”
তিনি বলেন, “এ ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ভুল স্বীকার করে এ সংক্রান্ত একটি অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দিয়েছি।”
ঢাকা/আহসান/মেহেদী