ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

উষ্ণতা ছড়িয়েছে ইবির তারুণ্য

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১১ জানুয়ারি ২০২৫  
উষ্ণতা ছড়িয়েছে ইবির তারুণ্য

গরিব, অসহায় ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী ১৬০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করে তারা।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সংগঠনটির সাবেক সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় প্রমুখ। 

বেশকিছু দিন ধরে সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন তারা। টোকন অনুযায়ী ৩০ জন শিশুকে হুডি ও টুপি এবং ১৩০ জন বৃদ্ধ ও অসহায়দের মাঝে কম্বল ও চাদর প্রদান করেন তারা।

সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আমরা প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এ আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “আমরা চাই কোন মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/তানিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়