ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শীতার্তদের কম্বল দিল কুমিল্লা সমিতি

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১১ জানুয়ারি ২০২৫  
শীতার্তদের কম্বল দিল কুমিল্লা সমিতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাকৃবি টিএসসি মিনি কন্ফারেন্স কক্ষে ওই কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় তীব্র শীতে জরাজীর্ণ ২০০ জন শীতার্তকে কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, কৃষি সম্প্রসারণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়া, আইএফআইসি ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক আমানউল্লাহ খান প্রমুখ।

এছাড়াও বাকৃবির কুমিল্লা জেলা সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যরা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া বৃহত্তর কুমিল্লা সমিতি ও আইএফআইসি ব্যাংকের সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শীতার্ত মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করে সমাজে মানবিকতাবোধ জাগ্রত করার আহ্বান জানান।

ঢাকা/লিখন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়