নতুন হল নির্মাণের দাবি ঢাবি শাখা ছাত্রদলের
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণ, ছাত্র হলগুলোর জরাজীর্ণ ভবন সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
রবিবার (১২ জানুয়ারি) এ দাবিতে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ বরাবর স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আবাসন সংকট নিরসনে অবস্থান কর্মসূচি ও প্রতীকি অনশন করেছেন। ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পর বৈধভাবে সিট বরাদ্দ দেওয়া হলেও পর্যাপ্ত সিট না থাকায় দ্বিতীয় বর্ষ শেষ করেও অনেক ছাত্রীকে হলের গণরুম, মেস ও হোস্টেলে থাকতে হচ্ছে। ফলে তাদের মানসিক, শারীরিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি বলাই বাহুল্য।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, গত সপ্তাহে হাজী মুহম্মদ মুহসীন হল, মাস্টার দা সূর্যসেন হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনসমূহের জরাজীর্ণ ভঙ্গুর অবস্থা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সবার নজরে এসেছে। বিশেষত হাজী মুহম্মদ মুহসীন হলের ২০৪ নম্বর রুমের ছাদের পলেস্তারা ভেঙে পড়ে আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা আহত হন।
ছাত্রদল উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে এ বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিক ও সর্বোত্তম শিক্ষার পরিবেশ নিশ্চিতকারী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। এজন্য শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর সংস্কার ও পুনর্নির্মাণের যে দাবি, তার সঙ্গে ঢাবি শাখা ছাত্রদল সম্পূর্ণ একমত পোষণ করছে।
স্মারকলিপিতে ছাত্রদলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, আধুনিক সুবিধাসহ টেকসই স্থাপত্যগুণাবলী রক্ষা করে ছাত্রীদের জন্য একাধিক আবাসিক ভবন নির্মাণের সঙ্গে সঙ্গে সাময়িক সংকট মোকাবেলায় প্রয়োজনে কিছু ভবন অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করবে। এটা সম্ভব না হলে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় তাদের আবাসন নিশ্চিত করার জন্য উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান এবং আবাসিক ছাত্রদের জানমালের নিরাপত্তা বিবেচনায় জরাজীর্ণ ভবনগুলো দ্রুত সংস্কারসহ পুনর্নির্মাণের বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
ঢাকা/সৌরভ/মেহেদী