ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

কুবিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ১২ জানুয়ারি ২০২৫  
কুবিতে নিষিদ্ধ সংগঠনের নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা অর্ণব সিংহ রায়কে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রবিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তাকে পুলিশে সোপর্দ করেন তারা।

আটক অর্ণব সিংহ রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (কলেজ শাখা) সাবেক সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ছিলেন। তিনি সদর দক্ষিণ থানায় মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি।

জানা গেছে, অর্ণব সিংহ রায় রবিবার (১২ জানুয়ারি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে অপেক্ষারত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেখে তিনি গণিত বিভাগের সভাপতির ওয়াশরুমে অবস্থান নেন। প্রক্টরের উপস্থিতিতে সেখান থেকে প্রক্টর অফিসে আনার সময় তাকে উদ্দেশ্য করে ডিম মারা হয়। পরে প্রক্টর অফিস থেকে মারধর করতে করতে তাকে বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত পুলিশে সোপর্দ করা হয়। 

মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি বলেন, “সে ছাত্রলীগের নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল এবং বিপক্ষে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মিছিল করেছিল। এছাড়া সে একাধিক মামলার আসামিও। তাই তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। এর আগেও কয়েকজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মো. আবদুল হাকিম বলেন, “আমরা তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু যেভাবে শিক্ষার্থীরা একপ্রকার মব জাস্টিসের মতো তাকে নিয়ে গেল, সেখানে আমাদের কিছু করার ছিল না। যা হয়েছে, অপ্রত্যাশিত।”

মারধরের বিষয়ে তিনি বলেন, “আমরা ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মো. বোরহান উদ্দিন বলেন, “সমন্বয়কদের মধ্য থেকে একজন ফোন দিয়ে আমাদের জানান, একজন আসামিকে আটকে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা যাচাই করতে দেখলাম একটি মামলায় তিনি ১২ নম্বর এজাহারভুক্ত আসামি। এরপর আমরা তাকে আটক করে নিয়ে আসি। বর্তমানে অভিযুক্ত ডিবি হেফাজতে আছেন।”

এ ব্যাপারে জানতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাজ্জাদ করিম খানকে একাধিকবার মুঠোফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

ঢাকা/এমদাদুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়