ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

৩ দফা দাবি: সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫৭, ১৩ জানুয়ারি ২০২৫
৩ দফা দাবি: সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীরা

তিন দফা দাবি আদায়ে সচিবালয়ের সামনে অবস্থান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনশনরত শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের সামনের ফুটপাতে অনশন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার পর জবি ক্যাম্পাস থেকে পদযাত্র নিয়ে বের হয়ে ৫টায় সচিবালয়ের সামনে পৌঁছান তারা।

রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, “আমরা এখনো প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাইনি। আমাদের অনশন চলমান। আমরা আমাদের দাবি আদায় করেই এখান থেকে যাব।”

অনশনরত আরেক শিক্ষার্থী সুজন বলেন, “এবার লিখিতভাবে দাবি পূরণ না হলে আমরা আর ফিরব না।”

তাদের দাবিগুলো হলো– সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে, প্রয়োজনে বিশেষ মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে ও ভিজ্যুয়ালভাবে সবার সামনে উপস্থাপন করতে হবে, শিক্ষার্থীরা অনশনে থাকা অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে, দীর্ঘসূত্রিতা করা চলবে না।

অপর দুইটি দাবি হলো- পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয় ততদিন ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

রবিবার (১২জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে গণঅনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অনশনরত শিক্ষার্থীরা সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঘোষণা দেন, মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে না বসলে সচিবালয় ঘেরাও করবেন।

ঢাকা/এএএম/লিমন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট