নোবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির তারিখ ঘোষণা
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্যের শূন্য আসনে ভর্তির তারিখ ঘোষণা করেছে প্রশাসন। আগামী ১৫ জানুয়ারি ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অনুষদভুক্ত (বিভিন্ন ইউনিটে) বিভিন্ন ইনস্টিটিউট/বিভাগের শূন্য আসনে ইউনিট ভিত্তিক মেধাক্রম অনুযায়ী (আসন খালি থাকা সাপেক্ষে) আগামী ১৫ জানুয়ারি শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের গুচ্ছের ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, ইউনিট ভিত্তিক চয়েস ফরম অনলাইন থেকে সংগ্রহ করে প্রিন্ট কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্রোফাইলে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ এবং ব্যাংকে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে।
নির্ধারিত তারিখে ফরম পূরণ এবং প্রয়োজনীয় ফি জমা প্রদান না করলে পরবর্তীতে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না। মেধাক্রম অনুযায়ি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পাওয়া না গেলে পরবর্তী মেধাক্রম থেকে শূন্য আসনে ভর্তি করানো হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সমাজবিজ্ঞান বিভাগে পাঁচটি, বাংলায় ১০টি, সমাজকর্মে ১২টি, শিক্ষা বিভাগে ১৭টি, শিক্ষা প্রশাসনে দুইটি ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে তিনটি,শিক্ষা বিভাগে তিনটি ও শিক্ষা প্রশাসনে একটি আসন শূন্য রয়েছে।
এ ইউনিটে ৪৯টি শূন্য আসনের বিপরীতে মেধাক্রম ১৯৪৬২ থেকে ২২০৯৪ পর্যন্ত ৫০০ জন, বি ইউনিটে তিনটি শূন্য আসনের বিপরীতে মেধাক্রম ৩৬০৩ থেকে ৪২৫৮ পর্যন্ত ৩০ জন এবং সি ইউনিটে একটি শূন্য আসনের বিপরীতে মেধাক্রম ৬১১৮ থেকে ৬৫৫৭ পর্যন্ত ৭০ জনকে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির জন্য উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।
ঢাকা/ফাহিম/মেহেদী