ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

ইউআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় রির্সাচ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৪৯, ১৩ জানুয়ারি ২০২৫
ইউআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় রির্সাচ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে গবেষণা প্রতিযোগতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ইউআইইউ এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে এ “আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান অধ্যাপক এমেরিটাস ড. এম রিজওয়ান খান প্রমুখ।

ইউআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ইউআরএস২০২৪ এর আহ্বায়ক ও ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. মোহাম্মদ এইচআর জোয়ার্দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা।

এ সিম্পোজিয়ামটি হলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে একটি একাডেমিক গবেষণা প্রতিযোগিতা। বিশেষ করে ব্যবসায় বিভাগে শিক্ষার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ শিক্ষার্থী এই গবেষণা প্রতিযোগিতায় দুইটি ডোমেইনের মাধ্যমে অংশগ্রহণ করেন। এদের থেকে ১০টি দলকে চুড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়। অংশগ্রহণকারীদের প্রসংশাপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতি বিষয়ে সেরা রির্সাচ পেপারকে প্রথম পুরস্কার হিসাবে ১ লাখ টাকা এবং প্রথম রানার আপকে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপকে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

ডোমেইন-১ এ চ্যাম্পিয়ন হয়েছেন, ইউআইইউ শিক্ষার্থী রামিসা রুতবাতা হোসাইন অবন্তিকা ও রাজিন আল-তানজিম ভূঁইয়া। প্রথম রানার আপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফাইয়াজ বিন জুলফিকার ও সামিহা তাসনিম প্রমি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন আছিয়া বেগম, মারুফ হাসান আরিফ, মেসবাহ আমিন ও মাকসুদুর রহমান।

ডোমেইন-২ এ চ্যাম্পিয়ন হয়েছেন ইউআইইউ শিক্ষার্থী মুহতাসিম আহমেদ চৌধুরী। প্রথম রানার আপ হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী তৌসিফ আবরার ফাইয়াজ, নুর আফরিন চৌধুরী অনন্যা ও মাইশা জাহিন। দ্বিতীয় রানার আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আইবিএ এর শিক্ষার্থী তারিফ হাসান, রাফিয়া তাবাসসুম সারা ও আয়মান ইলিয়াস চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, “একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবন থেকে গবেষণায় জড়িত থাকা দরকার। এ ধরনের সম্পৃক্ততা তাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশি অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন গবেষক হওয়ার জন্য এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ঢাকা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট