ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

চবিতে ক্যাবের খাবারের মূল্য তালিকা প্রদর্শন

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ১৪ জানুয়ারি ২০২৫  
চবিতে ক্যাবের খাবারের মূল্য তালিকা প্রদর্শন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুব গ্রুপে সদস্যরা খাবার মূল্য তালিকা ক্যাম্পাসের বিভিন্ন দোকানে প্রদর্শন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যবসায়ী সমিতি অনুমোদিত ন্যায্য মূল্যের তালিকাটি সব হোটেলে টানিয়ে দেন তারা। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) খাবারের মূল্য তালিকা নিয়ে শিক্ষার্থী ও দোকানিদের বিভ্রান্ত দূর করতে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, ক্যাব যুব গ্রুপ চবির সাংগঠনিক সম্পাদক রোজাইন আল রাফির নেতৃত্বে একটি দল ক্যাম্পাসের লেডিস ঝুপড়ি, কলা ঝুপড়িসহ আশপাশের দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন করেন।

অন্যদিকে, ক্যাব যুব গ্রুপ চবির দপ্তর সম্পাদক তানজিম আশরাফের নেতৃত্বে আরেকটি দল ক্যাম্পাসের জিরো পয়েন্ট, স্টেশন ও সোহরাওয়ার্দী মোড় সংলগ্ন দোকানপাটে এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় দোকান-মালিকেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

দপ্তর সম্পাদক তানজিম আশরাফ বলেন, “নির্ধারিত মূল্য তালিকা থাকার পরেও সঠিক তথ্য না জানার কারণে বিভিন্ন দোকানে শিক্ষার্থী ও দোকানিদের মাঝে বাকবিতণ্ডা লক্ষ্য করা যায়। দোকানিদের অনেকেই এই মূল্য তালিকা সম্পর্কে জানেন না বলেও দাবি করেন। এ সমস্যা দূরীকরণে ক্যাব যুব গ্রুপ চবির পক্ষ থেকে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।”

সাংগঠনিক সম্পাদক রোজাইন রাফি বলেন, “ক্যাব সবসময়ই ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসের অভ্যন্তরে সুলভ মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশাসনের নেওয়া উদ্যোগকে সবার কাছে পৌঁছে দিতেই আমাদের এ কার্যক্রম। যা ভবিষ্যতেও চলমান থাকবে।”

ঢাকা/মিজান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়