বিনামূল্যে ব্যথা নিরাময় করবে ঢাবির বায়ো-মেডিকেল
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ আগামী ১৯ জানুয়ারি থেকে ব্যথা নিরাময়ে বিনামূল্যে সেবা প্রদান করবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ হাত-পায়ের অতিরিক্ত ঘাম ও ব্যথা নিরাময়ে বিনামূল্যে সেবা প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সাধারণ মানুষ এ সেবা গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ১৯ জানুয়ারি থেকে ১৫ দিনব্যাপী এ সেবা প্রদান কার্যক্রম চলবে। বিনামূল্যে সেবা পেতে আগ্রহীরা বিভাগের www.bmpt.du.ac.bd ওয়েবসাইটে গুগল ফর্ম পূরণ করে নিবন্ধনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন।
বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের প্রতিষ্ঠিত ‘বাইবিট’ নামে একটি মালিকবিহীন সামাজিক প্রতিষ্ঠান কয়েক বছর ধরে এ ধরনের সেবা প্রদান করে আসছে।
হাত-পায়ের অতিরিক্ত ঘাম ও ব্যথা নিরাময়ে উন্নত বিশ্বে ব্যবহৃত প্রযুক্তির স্থানীয়ভাবে উন্নয়ন ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ এ সেবা প্রদান করে যাচ্ছে। এ সেবা গ্রহণ করে অনেক ভুক্তভোগী স্বাভাবিক জীবন যাপন করছেন।
ঢাকা/সৌরভ/মেহেদী