ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

‘ভাইভার নাটক করে আর শিক্ষক হওয়া যাবে না’

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১৬ জানুয়ারি ২০২৫  
‘ভাইভার নাটক করে আর শিক্ষক হওয়া যাবে না’

ভাইভার নাটক করে লেনদেনের মাধ্যমে আর শিক্ষক হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

তিনি বলেন, “বর্তমানে হলে টেন্ডারবাজি আর ফাও খাওয়া নেই। প্রতিবার ভর্তি পরীক্ষার সময় একদল ঝামেলা তৈরি করেছিল, কিভাবে ভাগ বাটোয়ারা করে টাকা খাওয়া যায়। আমরা সেই পরিবেশ থেকে বেড়িয়ে এসেছি। আপনারা চাকরি না পেলে হতাশ হবেন না, আপনাদের জন্য সারা পৃথিবী খোলা রয়েছে। ভাইভার নাটক করে লেনদেনের মাধ্যমে আর শিক্ষক হওয়া যাবে না।”

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে আয়োজিত এমবিএ ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফাইন্যান্স বিভাগের ২৬তম ব্যাচের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, “আমাদের প্রশাসন চেষ্টা করছে, বিশ্বের কর্পোরেট সেক্টরের সঙ্গে সমঝোতা তৈরি করতে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করতে। ছয় মাস আগে এ বিশ্ববিদ্যালয় মরুভূমির মতো ছিল। সেই জায়গা থেকে আমরা পড়াশোনার পরিবেশ তৈরি করতে পেরেছি। যে হলগুলোতে দখলদারিত্ব ছিল, আমরা সেই দখলদারিত্বকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছি।”

ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নেসারুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম নসরুল কদির প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “বিগত সরকার গত কয়েক বছরে দেশে প্রচুর পরিমাণে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৪টি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৭টি। এতগুলো বিশ্ববিদ্যালয় এ দেশের জন্য প্রয়োজন ছিল না। প্রতি বছর ৩০ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে; কিন্তু চাকরির ক্ষেত্র শূন্য। এমতাবস্থায় বেকারত্ব অবশ্যম্ভাবী।”

ফাইন্যান্স বিভাগের স্নাতকোত্তরের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের তরে প্রতিটি জায়গায় তোমরা মেধার স্বাক্ষর এবং নিজেদের ক্যারিয়ারকে সমুন্নত রাখবে। এ বিভাগের শিক্ষার্থীরা বিশ্বের যেখানেই গেছে, তারা অনন্য ভূমিকা রেখেছে। যার যেদিকে স্কিল আছে, সেদিকেই ফোকাস করবে।

তিনি আরো বলেন, “বাংলাদেশের অন্যতম সমস্যা হলো, নৈতিক সমস্যা। তোমরা এমন কিছু করবে না, যার কারণে নিজেদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের সম্মানহানি হয়। দীর্ঘদিন তোমরা আমাদের সঙ্গে ছিলে। আমাদের কোন ভুলত্রুটি হলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে।”

ঢাকা/মিজান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়