ঢাবির সাবেক উপাচার্যের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী রচিত ‘নৃবিজ্ঞানের তত্ত্ব ও মতবাদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির।
এছাড়া গ্রন্থ রচনার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন গ্রন্থের রচয়িতা অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক সচেতন ব্যক্তি। তিনি নানা গুণে গুণান্বিত একজন শিক্ষক ও গবেষক। তার লেখার মধ্যে যেমন সৃজনশীলতা রয়েছে, তেমনি রয়েছে বহুমাত্রিকতা। তার রচিত এ বই দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাবেক উপাচার্য ও নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী একজন বিশিষ্ট শিক্ষাবিদ, মানববিজ্ঞানী ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৪২ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্বপালন করেন। তিনি অসংখ্য গবেষণা প্রবন্ধসহ প্রায় ২৪টি গ্রন্থ রচনা করেছেন।
‘অনন্যা প্রকাশনী’ গ্রন্থটি প্রকাশ করেছে। চারটি অধ্যায়ে রচিত গ্রন্থটিতে বিবর্তনবাদী মতবাদ, ব্যাপ্তিবাদী মতবাদ, ক্রিয়াবাদী মতবাদ এবং সংস্কৃতি ও ব্যক্তিত্ব মতবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ঢাকা/সৌরভ/মেহেদী