রাবিতে ৩ দিনব্যাপী শৈতোৎসব ও পিঠাপুলি মেলা শুরু
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৈতোৎসব ও পিঠাপুলি মেলা ১৪৩১ শুরু হয়েছে। ক্যাম্পাস বাওয়ালিয়ানা তৃতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করেছে। এ মেলা চলবে আগমী শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ মেলার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
এ সময় তিনি বলেন, “আয়োজনটি বেশ ভালো হয়েছে। আশা করবো সবাই আইন-শৃঙ্খলার ব্যাপারটি নজরে রাখবে। ছাত্র-ছাত্রীসহ এখানে যারা উপস্থিত আছেন, সবাই অনুষ্ঠানটি অনেক উপভোগ করবে।”
ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, “আমরা সবাই সচেতন থেকে এ অনুষ্ঠান উপভোগ করবো। আগামীকাল অতিথিদের সম্মাননা এবং পিঠাপুলি প্রদানের যে পর্বটি হবে, তা এ অনুষ্ঠানের প্রকৃত রূপটি তুলে ধরবে। আমি সবদিক দিয়ে এ তিন দিনব্যাপি অনুষ্ঠানের যে উদ্বোধন হলো, তার সাফল্য কামনা করছি।, আমরা সবাই বিনোদনের মধ্য দিয়ে সুন্দর সংস্কৃতির দিকে এগিয়ে যাব আশা করছি।”
উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “আমরা বর্তমান ক্যাম্পাসে আইনশৃঙ্খলা নিয়ে বেকায়দায় আছি। তাই আমার অনুরোধ থাকবে, এ অনুষ্ঠান বেশি রাত পর্যন্ত না করে দ্রুত শেষ করার। এখানে অনেক উচ্চশব্দের যন্ত্র দেখছি, এগুলা দিয়ে এমন কোন উদ্দীপনা সৃষ্টি করা যাবে না, যাতে এখানে বাইরে থেকে হাজার হাজার লোক এসে ক্যাম্পাসের আইনশৃঙ্খলার অবনতি করে। ভালোভাবে অনুষ্ঠান শেষ হোক, এ আশা ব্যক্ত করছি।”
তিনি বলেন, “সবাইকে এটা মাথায় রাখতে হবে, এটা একাডেমিক একটা ক্যাম্পাস, কমার্শিয়াল কোনো প্লেস না। এখানে এমন কিছু করা যাবে না, যাতে ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত না হয়।”
ঢাকা/ফাহিম/মেহেদী