ঢাকা     শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

রবির বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লোগো

রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ১৬ জানুয়ারি ২০২৫  
রবির বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লোগো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) ভ্যাট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি রাইজিংবিডিকে নিশ্চিত করেন।

ওই আদেশে বলা হয়েছে, সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাড ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণ বিধিমালা ৪ ধারা লঙ্ঘিত হয়েছে।

এতে করে প্রতিষ্ঠানের ১১(৭) আইনের ধারা অনুযায়ী অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। বুধবার অপরাহ্ণ থেকে এ আদেশ কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া রাইজিংবিডিকে বলেন, “দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.সুমন কান্তি বড়ুয়া ও কোষাধ্যক্ষ ড. ফিরোজ আহমদ রয়েছেন। কমিটি তদন্ত কাজ শুরু করেছে।”

গত সোমবার (১৩ জানুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত ২০২৪-২৫ অর্থ বছরের ভ্যাট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লোগো দেখা যায়। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা গোলাম সরোয়ারের শাস্তির দাবিতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন।

ঢাকা/হাবিবুর/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়