শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মশাল মিছিল
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এ সময় শিক্ষার্থীদের ‘জনগণের পকেট কেটে, পুলিশ পোষা চলবে না’, ‘শিক্ষকরা আহত কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘বাঁধা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘অভ্যুত্থানের চেতনা পুলিশি রাষ্ট্র না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসিব বলেন, “ইবতেদায়ী শিক্ষকদের উপর আজকের পুলিশি হামলা আমাদের আবারো সেই ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়ে যায়। একদিকে জনগণের ওপর মাত্রাতিরিক্ত ভ্যাট আরোপ করে, সেই ভ্যাটের টাকায় চালানো পুলিশ প্রশাসন দিয়ে এ রকম হামলা ২৪ এর গণ-অভ্যুত্থানের পরিপন্থী। আমরা এই হামলার দ্রুত বিচার দাবি করছি।”
ঢাকা/লিমন/মেহেদী