ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
![ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/IU-Debating-news-2501291608.jpg)
আহ্বায়ক ফাতিমাতুজ জোহরা ইরানী ও সদস্য সচিব দিদারুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ও খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সভাপতি ফাতিমাতুজ জোহরা ইরানী আহ্বায়ক এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ও সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি দিদারুল ইসলাম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানের অনুমোদনক্রমে ৯০ কার্যদিবসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়ামান মোস্তাহসিন, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান বিশ্বাস, শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সভাপতি অনিন্দ্য সাহা, মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি ফুয়াদ হাসান, ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির সভাপতি আরোশী আঁখি, শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আশা মনি।
কমিটিতে আরো আছেন, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জান্নাতুল ইসবা বিথী, শেখ হাসিনা হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আরিফা ইসলাম, ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সিফাত জাহান আইভি, লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সায়েম আহমেদ।
সদস্য সচিব বলেন দিদারুল ইসলাম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথ পালনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
ঢাকা/তানিম/মেহেদী