জাবির ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
![জাবির ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ জাবির ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ](https://cdn.risingbd.com/media/imgAll/2025January/Jahangirnagar-University-2501291656.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি জানান, ভর্তি পরীক্ষার প্রথম দিন ৯ ফেব্রুয়ারি জীব বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। ১০ তারিখে একই ইউনিটের ছাত্রদের পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। একই তারিখে পঞ্চম শিফটে আইবিএ-জেইউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আলী রেজা জানান, ১২ ফেব্রুয়ারি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি ছয় শিফটে কলা ও মানবিকী অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৭ ফেব্রুয়ারি প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের এবং একইদিন পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য মোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে ভর্তিচ্ছুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঢাকা/আহসান/মেহেদী