ঢাকা     সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৪ ১৪৩১

যবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৪, ২৯ জানুয়ারি ২০২৫  
যবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় গ্যালারিতে কেমিকৌশল বিভাগের আয়োজনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। প্রধান বক্তা হিসেবে মালেশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধ্যাপক ও যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অতিথি অধ্যাপক ড. সাইদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। 

এছাড়া কর্মশালার আহ্বায়ক ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান এবং কর্মশালার অরগানাইজিং সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারিয়া রহমান মিতু ও তাফসির আহমেদ নাইক।

এ সময় প্রধান অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, “গবেষণার ক্ষেত্রে গবেষণা টাইটেল অনেক গুরুত্বপূর্ণ। টাইটেল গবেষণার যেকোন পর্যায়ে পরিবর্তন হতে পারে। তোমাদের গবেষণার প্রথমে প্রশ্ন থাকতে হবে, কেন এই গবেষণা করবে, কার জন্য এবং কিভাবে করবে। তাহলে তোমাদের গবেষণা আরও ফলপ্রসু হবে।”

তিনি বলেন, “স্বপ্ন হলো আকাঙ্ক্ষার ফল। নিজেদের জীবন নিজেদেরই গড়তে হবে। তোমাদের বাবা-মা অনেক কষ্ট করে এতদূর নিয়ে এসেছে। তোমাদের আকাঙ্ক্ষা পূরণে সময় সচেতন হতে হবে।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়