ঢাকা     শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৮ ১৪৩১

৫ দাবিতে নোবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ৩০ জানুয়ারি ২০২৫  
৫ দাবিতে নোবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

দ্রুত ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জানুয়ারি) নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো- গত ৪ মাস ধরে অপ্রকাশিত ফলাফল দ্রুত প্রকাশ, দ্রুত শিক্ষক নিয়োগ, ক্লাস সংকট দূরীকরণ, ল্যাব ফ্যাসিলিটি উন্নত ও সম্প্রসারণ, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, ক্লাস টেস্ট ও সেমিস্টার পরীক্ষা পরিচালনা।

এমআইএস বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হাসিব আল আমিন বলেন, “আমাদের বিভাগের কার্যক্রম শুরুর প্রথম দিকে বিভাগের পরীক্ষাসহ ফল প্রকাশ সময়মত হত। আমাদের পড়ালেখা দেখে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আমাদের দেখে হিংসা করতো। কিন্তু বর্তমানে আমরা নিজেদের দেখে হতাশ হয়ে যাচ্ছি।”

তিনি বলেন, “ফল প্রকাশ না হওয়ায় আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। এছাড়াও বিভাগের ল্যাবসহ ক্লাস নিয়মিত হচ্ছে না। আমরা চাই আমাদের বিভাগের সব কার্যক্রম সঠিকভাবে হোক এবং দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করুক।”

শিক্ষার্থী ফুয়াদ বলেন, “আমাদের ফল প্রকাশ না হওয়ায় আমরা বিভিন্ন নিয়োগে আবেদন করতে পারছি না। আমরা আমাদের ফলাফল অনতিবিলম্বে প্রকাশের দাবি জানাচ্ছি।”

জায়েদ নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের ফল প্রকাশিত না হওয়ায় পরবর্তী সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন করতে পারছি না। আমাদের ফলাফল এভাবে আটকিয়ে রেখে আমাদের জিম্মি করা হচ্ছে।”

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক বলেন, “আমাদের পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু একজন শিক্ষক তার নির্ধারিত কাজ জমা না দেওয়ায় আমরা ফল প্রকাশ করতে পারছি না। আমরা প্রশাসনকে জানিয়েছি ব্যাপারটা। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.রেজাওয়ানুল হক বলেন, “আমরা অভিযোগগুলো পেয়েছি ও ছাত্রদের কাছ থেকে শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে বসে দ্রুত সমাধান করব।”

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়