ঢাকা     বুধবার   ০৫ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২০ ১৪৩১

তিতুমীরে অনশনরত আরো ২ শিক্ষার্থী অসুস্থ

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:০১, ৩১ জানুয়ারি ২০২৫
তিতুমীরে অনশনরত আরো ২ শিক্ষার্থী অসুস্থ

অনশনে অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিতে গাড়িতে ‍তুলছেন সহপাঠীরা

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে কলেজটির শিক্ষার্থীরা। এসময় আরো দুই অনশনরত শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার (৩১ জানুয়ারি) তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। 

অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গনিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান।

আরো পড়ুন:

এর আগে গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের (শিক্ষার্থী) অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান ও তাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরার আশ্বাস দেন। তবে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঢাকা/উন্মে হাফছা/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়