ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

দ্বিতীয় দিনের মতো চলছে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’

তিতুমীর কলেজে সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৫
দ্বিতীয় দিনের মতো চলছে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কলেজের প্রধান ফটক থেকে মহাখালীর আমতলী পর্যন্ত ব্লকেড করেন তারা।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ সময় কলেজের এক শিক্ষার্থী বলেন, “আজ শিক্ষা উপদেষ্টার বার্তাকে আমরা প্রত্যাখান করলাম। আমাদের আন্দোলন ও অনশন চলছে, চলবে “

আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের যদি বিশেষভাবে বিবেচনা করা না হয়, তাহলে কেন গত ১৮ নভেম্বর থেকে আমাদের বিভিন্ন আশ্বাস দেওয়া হলো? গত বৃহস্পতিবার কেন রাষ্ট্রের প্রতিনিধি আমাদের কাছে এসে বলল, আমাদের দাবী যৌক্তিক? রাষ্ট্রের এসব চক্রান্ত আমাদের দমাতে পারবে না।”

এদিকে, রবিবার বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দীন মাহমুদ তার এক বক্তব্যে বলেছেন, “সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য একটি কমিটি কাজ করছে ৷ এখানে তিতুমীরকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।”

ঢাকা/হাফছা/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়