জাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইল ব্যবহার, ২ বোন আটক
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন— পারমিতা দত্ত ভুমি (১৭) ও তার বোন নিবেদিতা দত্ত (২১)। তারা কিশোরগঞ্জ সদরের বাসিন্দা।
জাবি প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, পারমিতা মোবাইল দেখে উত্তরপত্র পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি তাকে আটক করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “পারমিতা নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করায় তাকে আটক করা হয়। তিনি নিবেদিতাকে হোয়াটস অ্যাপে প্রশ্ন পাঠালে নিবেদিতা তাকে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে উত্তর সরবরাহ করছিলেন। পরে তাদের দুইজনকেই আটক করা হয়।”
তিনি আরো বলেন, “মোবাইল কোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। তাদের আশুলিয়া থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে।”
গত ৯ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয় এবং আজ বি ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শেষ হয়।
ঢাকা/আহসান/মেহেদী