ঢাকা     বুধবার   ১৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৩ ১৪৩২

তারুণ্যের উৎসব ম্যারাথনে দ্বিতীয় হাবিপ্রবির শিক্ষার্থী

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
তারুণ্যের উৎসব ম্যারাথনে দ্বিতীয় হাবিপ্রবির শিক্ষার্থী

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (আসিফ)। তিনি নির্ধারিত দশ কিলোমিটার পথ ৩১ মিনিটে শেষ করেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোর-এ-শহিদ বড় মাঠ থেকে শুরু হয়ে জাতীয় উদ্যান রামসাগরে গিয়ে ম্যারাথন প্রতিযোগিতাটি শেষ হয়।

এ প্রতিযোগিতায় হাবিপ্রবির ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ষষ্ঠ স্থান অর্জন করেন মার্কেটিং বিভাগের শেখ ফরিদ এবং নবম স্থান অর্জন করেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মনোতোষ কুজুর। এছাড়া অন্তত ১০ জন শিক্ষার্থী সেরা ৫০-এ ছিলেন।

ম্যারাথন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী হাবিপ্রবির শিক্ষার্থীরা শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসানকে সঙ্গে নিয়ে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য এনামউল্ল্যা বলেন, “শিক্ষার্থীদের এসব অর্জন আমাদের গর্বিত করে। পড়াশুনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বেশি বেশি জড়িত হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”

ঢাকা/সংগ্রাম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়