যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুক্রবার
যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যবিপ্রবিসহ মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনষ্ঠিত হবে। অন্যান্য কেন্দ্রগুলো হলো, শাবিপ্রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।
সবগুলো কেন্দ্রে একযোগে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) এবং বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এ-১’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে ৩ হাজার ১৪ জন এবং ‘এ-১’ ইউনিটে ৩ হাজার ৭৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে যবিপ্রবি কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, “শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় দুই ইউনিট মিলিয়ে প্রায় ৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, শাবিপ্রবির ইউনিট দুইটির ভর্তি পরীক্ষা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী