ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই অভ্যুত্থানে ‘সহিংসতায় জড়িত’ ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ২০:১৬, ১৭ মার্চ ২০২৫
জুলাই অভ্যুত্থানে ‘সহিংসতায় জড়িত’ ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সহিংসতায় জড়িত থাকার নিয়ে তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমাবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট সংগঠিত সহিংস ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য তথ্য দিয়েছেন।

আরো পড়ুন:

বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

তাদের সহিংসতায় জড়িত থাকার বিষয়ে অধিকতর তদন্তের জন্য সভা থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা করে দেওয়া হয়েছে। উক্ত কমিটিকে অতিদ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “১২৮ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে সদস্য করা হয়েছে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক সুপণ, আইন অনুষদের ডিন অধ্যাপক  মোহাম্মদ ইকরামুল হক। এই কমিটিতে প্রক্টরসহ আরো কয়েকজনকে সদস্য রাখা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরো বলেন, “সত্যানুসন্ধান কমিটির ৫০০ পৃষ্ঠার প্রতিবেদন উন্মুক্ত করার বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকদের বিষয়ে আলাদা একটা কমিটি কাজ করছে। তবে এই প্রতিবেদনে শিক্ষকদের বিষয়েও ইঙ্গিত আছে।”

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে বলে রাইজিংবিডি ডটকমকে বলেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমদ। তিনি বলেন, “আজকে তো সিদ্ধান্ত হলো। এটা হলো ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির সুপারিশ। সিন্ডিকেট থেকে গঠিত তদন্ত কমিটির সুপারিশ হবে। তদন্ত কমিটি পুরো বিষয়টা দেখবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়