ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

শেকৃবিতে ১২ দিনের ছুটি ঘোষণা

শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৮ মার্চ ২০২৫  
শেকৃবিতে ১২ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, চিকিৎসা, খামার, নিরাপত্তা, যানবাহন ও পিএবিএক্সসহ জরুরি পরিষেবাগুলো চালু থাকবে।

এসব পরিষেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় পড়বেন না। তবে তারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে ছুটি নিতে পারবেন।

এছাড়া আবাসিক হল ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অভ্যন্তরীণ গার্ডদের রোস্টার ডিউটির ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির আগে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে লাইট, ফ্যান, এসি, পানির লাইন ইত্যাদি বন্ধ আছে কিনা তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/মামুন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়